,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

রাবি শিক্ষক হত্যায় আন্দোলন অব্যাহত

লাইক এবং শেয়ার করুন

জি.এ.মিল্টন, রাবি প্রতিনিধি # রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকা-ের বিচারের দাবিতে বুধবার হত্যাকান্ডের ১২তম দিনেও আন্দোলন করেছে রাজশাহী বিশ্বদ্যিালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন ও মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মানববন্ধনে যোগ দেয় ইংরেজী বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ, ফলিত রসায়ন বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা
 
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ বলেন, ‘অধ্যাপক রেজাউল আমাদের কাছে পিতৃতুল্য একজন শিক্ষক। তার মৃত্যুতে শিক্ষার্থী ও সহপাঠীরা এমন একজন শিক্ষককে হারিয়েছেন। কাজেই পিতাকে হারিয়ে আমরা ঘরে বসে থাকতে পারিনা। কারণ ঘাতকের চাপাতির আঘাত কখন কার ঘাড়ে পড়বে তা আমরা জানি না।’ গ্রীষ্মকালীন ছুটিতে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের তাদের কর্মসূচিতে থাকার আহ্বান জানান। Ru Rezaul Karim.1মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম বলেন, ‘আগামীকাল আমরা শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি দিব। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যদি সন্তোষ্ট না হই তাহলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বিচার দাবি করবো।’
আগামী বৃহস্পতিবার ও শুক্রবার কর্মসূচি বন্ধ থাকবে। তবে ৭ ও ৮ মে সিনেট ভবনের সামনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন পালন করবে শিক্ষক সমিতি। তারপরে নতুন কর্মসূচি জানানো হবে বলে জানান অধ্যাপক শাহ্ আজম।

এ সময় আরো বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নিলুফার সুলতানা, ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক দিলীপ কুমার সরকার, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদুল  হাসান খান প্রমুখ। প্রসঙ্গত,২৩ এপ্রিল রাজশাহী নগরীর শালবাগান এলকায় নিজ বাড়ি থেকে একটু দূরে অধ্যাপক রেজাউলকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর থেকে বিচারের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীরা।
 


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ