,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে “ঘ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

লাইক এবং শেয়ার করুন

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে রবিবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘ-ইউনিটে ৭ টি বিভাগ: অর্থনীতি বিভাগ, লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ, আইন ও বিচার বিভাগ, ফোকলোর বিভাগ, নৃ-বিজ্ঞান বিভাগ, পপুলেশন সায়েন্স বিভাগ ও স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগ বিভাগ রয়েছে। সকাল ১১ হতে পর্যন্ত বিজোড় রোল নম্বরধারী এবং বেলা ৩ হতে ৪ পর্যন্ত জোড় রোল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ঘ’ ইউনিটে মোট আবেদন পড়েছিল ১১৮৮৬ টি আর আসন সংখ্যা ৪২০। মোট পরীক্ষার্থীর উপস্থিতির হার শতকরা প্রায় ৯০ জন।

‘ঘ’ ইউনিটের পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। এসময় তাঁর সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মুশাররাত শবনম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: মাহবুব হোসেন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বিজয় ভূষণ দাস, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা এবং প্রক্টর ড. মো: জাহিদুল কবীর। 

এদিকে গতকাল অনুষ্ঠিত ‘গ’ ইউনিটের ফল গতকালই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu  তে প্রকাশ করা হয়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ