AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

নজরুল বিশ্ববিদ্যালয়ে “ক” ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের সাথে বিগত বছরের প্রশ্নের হুবহু মিল

লাইক এবং শেয়ার করুন

 বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর “ক” ইউনিটের বিকাল শিফটের ভর্তি পরীক্ষার ইংরেজি ৫০নম্বরের প্রশ্নের সাথে গত বছরের “ক” ইউনিটের বিকাল শিফটের ভর্তি পরীক্ষার ইংরেজি ৫০নম্বরের প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে। প্রশ্নপত্রের মিল পাওয়ায় ভর্তিইচ্ছুক পরীক্ষার্থীরা  বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একধরনের নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আমিনুল ইসলাম জানান, গতবার কি প্রশ্ন এসেছে তা আমরা জানিনা এবং এইবার কি প্রশ্ন এসেছে তাও আমরা জানিনা । এটা শিক্ষকদের বিষয় । আমরাতো প্রশ্ন করিনি,করেছে শিক্ষকরা। এ বিষয়ে জানতে চাইলে  বিশ্ববিদ্যালয়ের “ক” ইউনিটের প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. মাহবুব হোসেন জানান, প্রশ্ন মিল হওয়ার কোন প্রশ্নই আসেনা । গতবারের প্রশ্ন এবার আসতে পারবে না, এটাতো কোন কথা না ।

dscn7798 dscn7804


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ