,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

জাককানইবিতে ‘এমডিএস’ কোর্সে আবেদনের সময়সীমা বৃদ্ধি

লাইক এবং শেয়ার করুন

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন মেজর ইকোনমিক্স ফর ডেভেলপমেন্ট, গভার্নেন্স ফর ডেভেলপমেন্ট বিষয়ের উপর সপ্তাহান্তিক মাস্টার্স অব ‘ডেভলপমেন্ট স্টাডিজ’ (এমডিএস) কোর্স ২০১৭-উইনটার সেশনের ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ০৭ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত ১ম ব্যাচে ভর্তির আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত ।

(এমডিএস) কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর রেহনুমা ফেরদৌস সূত্রে জানা যায়, ২০১৭-উইনটার সেশনে সপ্তাহান্তিক মাস্টার্স প্রোগ্রামের ভর্তির আবেদন আগামী ০৭ অক্টোবর ২০১৬ থেকে শুরু হয়ে আগামী ০৭ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত চলে। এর পর আবেদনের নির্ধারিত সময় শেষ হবার পর আবেদনের সময় ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়।

ভর্তি সহ বিস্তারিত বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ অথবা ০১৭১৮৯০৪৪৮১, ০১৯১৪১৮১৯২২, ০১৮৬৪৯৫৯৫০২ এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ