,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

রাবি শিক্ষক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

লাইক এবং শেয়ার করুন

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষক অধ্যাপক এ.এফ.এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীগন।

রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এম.এম.শামসুর রহমান, রেজিস্ট্রার (দায়িত্ব প্রাপ্ত) মোঃ ফজলুল কাদের চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা, শিক্ষক সমিতির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ আব্দুল হালিম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ হাবিবুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ ইমদাদুল হুদা, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আশরাফুল আলম, সহকারী অধ্যাপক মাসুদ রানা, লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান শাহজাদা আহসান হাবিব, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান বিজয় কুমার কর্মকার, সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ্বাস, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলাম, মাসুদ চৌধুরী, হাবিবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহাব উদ্দিন বাদল, সহকারী অধ্যাপক ফারহানা শাহরিন, এবং অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মুক্তাদির সহ অন্যান্য বিভাগের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (জনসংযোগ) এস. এম হাফিজুর রহমান,  বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে বক্তারা হত্যা কারীদের সনাক্তকরে দ্রুতবিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ