,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ফের মাইর খেল ছাত্রদল নেতা আশরাফ বাবু

লাইক এবং শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : এক সপ্তাহ যেতে না যেতেই আবারো পিটুনি খেয়ে আলোচনার শিরোনাম হলো ছাত্রদল নেতা আশরাফ বাবু। এমনিতেই নেশাখোর নামে বদনাম আছে তার, অভিযোগ আছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের সকল অপকর্মের অন্যতম হাতিয়ার এই আশরাফ বাবু। আকরামুল হাসান কে কমিটি বানিজ্যের খদ্দের যোগার করে দিয়ে বিনিময়ে নেশার খরচ পান বলে খোঁজ নিয়ে জানা যায়। বাবুর নামে রয়েছে ইয়াবা ব্যবসার অভিযোগও। নেশাগ্রস্ততা ও কথাবার্তায় অসংলগ্নতার কারণে গত সপ্তাহে পল্টন পার্টি অফিসে যুবদল নেতা নজরুল সহ কয়জনের হাতে গণ প্রহৃত হন এই ছাত্রনেতা । অনুসন্ধানে জানা যায়,১৫৩ সদস্যের মধ্যে ৩৫ জন সহ-সভাপতির মধ‍্যে নাম না থাকা এই ছাত্রনেতা নেতা বনে যান ৭৩৫ জনের ঢাউস কমিটির একজন সহ সভাপতি হয়ে। ।

 

জানতে চাইলে নাম না প্ৰকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় সম্পাদক বলেন- “দিন-রাত কাটে যার নেশার মধ্যে দিয়ে,তার কি আর অল্প পিটুনিতে হুঁশ হয়”!! তাই তো এক সপ্তাহ যেতে না যেতেই আবারো উত্তম-মধ‍্যমের শিকার হলো আশরাফ বাবু,আর এইবার স্বয়ং তার এলাকা চাঁদপুরের লোকজনের হাতেই। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চাঁদপুর জেলা বিএনপির এক গুরুত্বপূর্ণ সভায় এসে গায়ের জোড়ে কথা বলতে গেলে কচুয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তাকে অর্ধচন্দ্র দিয়ে সভাস্থল থেকে তাকে বের করে দেন। পরে নিচে নামিয়ে কিছু লোক তাকে কিল ঘুষি মারেন বলে জানা যায়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ