,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ধর্মঘট প্রত্যাহারে আশাবাদী ওবায়দুল কাদের

লাইক এবং শেয়ার করুন

সারাদেশে শ্রমিকদের ধর্মঘটের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানসহ পরিবহন মালিকরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। এতে অংশ নেন শাজাহান খানসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

ধর্মঘট প্রত্যাহারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, পরিবহন শ্রমিকদের চলমান ধর্মঘট আজকের মধ্যেই সমাধান হবে। এসময় তিনি সভায় পরিবহন মালিক এবং শ্রমিকদের জনভোগান্তি নিরসনে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, কিছুক্ষণের মধ্যে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বসবেন এবং দুপুর ১টা ৩০মিনিটে সড়ক পরিবহন সমিতির মতিঝিলসস্থ অফিসে সংবাদ সম্মেলনে তাদের সিদ্ধান্ত জানাবেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ