,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সার্চ কমিটিতে আওয়ামী লীগের কাউকে নয়: ওবায়দুল কাদের

লাইক এবং শেয়ার করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি যোগ্যদের সার্চ কমিটিতে অন্তর্ভূক্ত করেছেন। সেখানে রাজনৈতিক দলের কেউ নেই। এছাড়া আমরা সার্চ কমিটিতে আওয়ামী লীগের কাউকে চাই না। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী চাই। যারা সার্চ কমিটিতে রয়েছেন। এসময় মন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি সালিশ মানে কিন্তু তারা তাল গাছ চায়।

আজ বৃহস্পতিবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়িতে অনুষ্ঠিত সাত দিনব্যাপী মধু মেলার সমাপানী ও মহাকবি মাইকেল মধুসূদন পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহাকবির ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলা চলছে।  জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, কবি নির্মলেন্দু গুণ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রমুখ।

অনুষ্ঠান শেষে কথা সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইসি গঠনের সার্চ কমিটির সদস্য ড. সৈয়দ মনজুরুল ইসলাম ও কবি নির্মলেন্দু গুণকে মহাকবি মধুসূদন পদক প্রদান করা হয়। তবে ড. সৈয়দ মনজুরুল ইসলাম অসুস্থ থাকার তার পক্ষে কবি মারুফুল ইসলাম পদক গ্রহন করেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ