,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

বিকেলে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

লাইক এবং শেয়ার করুন

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকেলে সংবাদ সম্মেলন করবেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পবিত্র হজ পালনে খালেদা জিয়ার সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। হজে যাওয়ার আগে ডাকা এ সংবাদ সম্মেলনে তিনি দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সংবাদ সম্মেলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ-উগ্রবাদের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্য প্রচেষ্টা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয় তুলে ধরার কথা রয়েছে খালেদা জিয়ার।

একইসঙ্গে সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবেবের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করারও কথা রয়েছে তার। তবে কী কর্মসূচি দেবেন তা জানা যায়নি। জানা গেছে, এর আগে খালেদা জিয়া গত ১৮ আগস্ট দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের নতুন স্থায়ী কমিটির সদস্য ও ২১ আগস্ট ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপিকে তৃণমূল থেকে গোছানো, ওয়ার্ড ও জেলা কমিটি গঠনসহ দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে কর্মসূচি দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয় বৈঠকে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ