,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আমার এমপিতে বাবেল, অ্যাম্বাসেডর সজিব

লাইক এবং শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক # এবার আমার এমপি ডটকমে যুক্ত হলেন তরুণ সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল । তার নির্বাচনী এলাকা ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাহমুদ হাসান সজিবকে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার অনুমতি প্রদানের মাধ্যমে তিনি আমার এমপিতে যুক্ত হলেন। তরুণ এই সাংসদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ময়মনসিংহ বিভাগে সবার চেয়ে এগিয়ে। শুধু তাই নয়, ৩৫০ এমপির মধ্যে যে ৭ এমপির ভেরিফাইড ফেসবুক আইডি বা পেইজ আছে তাদের একজনও তিনি। তাই তার এই সংযুক্তি আমার এমপি ডটকমকেও এগিয়ে নিলো আরও একধাপ।

প্রসঙ্গত, আমার এমপি প্রকল্পের একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমার এমপি ডটকম। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ৩৫০ এমপির ফেসবুক আইডি, পেইজ, টুইটার একাউন্ট, মেইল আইডি, তাদের নিজস্ব ওয়েবসাইট ও মুঠোফোন নম্বর যুক্ত রয়েছে। এতে সাধারণ জনগণ খুব সহজেই তার এলাকার এমপির সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এমপিরাও এসেছেন জবাবদিহিতার আওতায়। উত্তর দিচ্ছেন জনগণের করা প্রশ্নের। জানাচ্ছেন দীর্ঘদিনের থেমে থাকা প্রকল্পের অগ্রগতির কথাও।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ