,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

প্রয়াত কথাসহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ চুরি করল ভারত

লাইক এবং শেয়ার করুন

 প্রয়াত কথাসহিত্যিক হুমায়ূন আহমেদের কোন উপন্যাস নিয়ে সিনেমা হবে এটাই স্বাভাবিক। তার অসাধারণ সৃষ্টি কর্ম অতুলনিয়। কোন সাহিত্যিকের উপন্যাস অবলম্বনে সিনেমা হবে কিন্তু তার নাম বা কোন রকম অনুমতি নেয়া হবে না এটা অবশ্যই খারাপ খবর। এমনটাই করেছেন কলকাতার নির্মাতা শেখর দাস। সম্প্রতি হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে ওপার বাংলার পরিচালক শেখর দাস নির্মাণ করেছেন ‘ইএসপি- একটি রহস্য গল্প’ নামের চলচ্চিত্রটি। তবে ছবিতে হুমায়ূনের কৃতিত্বের কোন ছাপই রাখেননি সেই পরিচালক।

২১ আগস্ট রাত ৯টায় ভারতীয় বাংলা চ্যানেল ‘জি-বাংলা’য় ছবিটির প্রিমিয়ার হয়। সেখানে ছবিটির ক্রেডিট লাইনে হুমায়ূন আহমেদের নামের জায়গায় গল্পকার হিসেবে পর্দায় নাম ভেসেছে কোন এক ‘শিবাশিস রায়ের’! ছবিটিতে দেখা যায়, উপন্যাস থেকে গল্প, ভাবনা, দর্শন, বিষয়, এমনকি চরিত্রগুলো হুবহু নকল করা হয়েছে। যেখানে ‘দেবী’ উপন্যাসের রানু চরিত্রে পাওয়া গেছে ঋতুপর্ণা, আনিস চরিত্রে সাহেব চ্যাটার্জি, নীলু চরিত্রে রাইমা সেন এবং মিসির আলি চরিত্রটি দেখানো হয়েছে প্রফেসর হিসেবে।

যোগাযোগ করা হলে হুমায়ূনপত্নী শাওন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। প্রথমে বিশ্বাস করতে চাইনি এবং ছবিটাও গত রাতে দেখতে বসলাম অবিশ্বাস নিয়ে। কিন্তু এ কী দেখলাম! একেবারে ‘দেবী’র ডি টু কপি। শুধু নামগুলো পাল্টে দিয়েছে ওরা। আর রাইমা সেনের চরিত্রটি একটু বদল করেছে, এই যা। বাদ বাকি এ টু জেড নকল।’

তিনি আরো বলেন, ‘ছবিটি দেখার পর প্রথমত হুমায়ূন আহমেদের একজন ভক্ত হিসেবে আমি খুবই বিরক্ত হয়েছি। দ্বিতীয়ত, মনে হয়েছে, যে কেউ চাইলে অন্যের গল্প নিয়ে ছবি বানাতেই পারেন। হচ্ছে তো। তবে এর জন্য আগাম অনুমতি নিতে পারেন। সেটা যদি নাও নেন, পর্দায় নামটা অন্তত উল্লেখ করতে পারেন। অথচ এখানে এর কিছুই করেনি পরিচালক। যাই হোক, আমি তো আর ওনাদের চিনি না। এখন চেনার চেষ্টা করছি। তবে এর জন্য তাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং ছবিটি নিষিদ্ধ করতে হবে। এটাই আমার দাবি।’


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ