,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

শুধু পিস টিভি নয়, জাকির নায়েকের লেকচার বন্ধের দাবী : মুফতি হাবিবুর

লাইক এবং শেয়ার করুন

 ইন্ডিয়াতে নাকি পিস টিভি বন্ধ হচ্ছে? তবে অন্য কোনো দেশে বন্ধ হোক বা না হোক, বাংলাদেশে বন্ধ হওয়া জরুরী। বাংলাদেশের যে সরকার পিস টিভি বন্ধ করবে, তাকে অগ্রিম মোবারকবাদ জানিয়ে রেখেছেন মারকাযুতাকওয়া ইসলামীক রির্চাজ সেন্টারের পরিচালক মুফতি হাবিবুর রহমান মিছবাহ ।

তিনি পিস টিভি বন্ধ করা এবং মুসলমানের জন্য ঐ টিভি না দেখা ফরজ। কেননা, ডা. জাকির নায়েকের ভ্রান্ত বক্তব্যে অসংখ্য মুসলিম ঈমানহারা হয়েছে এবং হচ্ছে। পিস টিভির জন্মের পর থেকে সাধারণ মানুষ আলেম বিমূখ হওয়া শুরু করেছে। যা একজন মানুষকে শয়তান গ্রাস করে নেয়া এবং জাহেল বানিয়ে দেয়া যথেষ্ট। সুন্নাতী লেবাস বা সুন্নাতের কোনো গুরুত্ব নেই লেকচার শ্রবনকৃত অাকছার উম্মতে মুহাম্মাদীর কাছে।

পর্দা ও মাযহাবসহ শরিয়তের গুরুত্বপূর্ণ বিধানাবলীর ব্যাপারে মুসলিম নারী-পুরুষরা উদাসীন হয়ে গেছে পিস টিভি ও ডাক্তার সাহেবের মনগড়া বক্তব্যের কারণে । তাই পিস টিভি, জাকির নায়েকের সভা-সেমিনার ও রেকর্ডে থাকা তার অতীতের সমস্ত বক্তব্য বাজেয়াপ্ত ঘোষাণা করা হোক।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ