,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

পরীমনি’র ‘প্রেম থেরাপি’ (ভিডিও)

লাইক এবং শেয়ার করুন

গ্ল্যামার কন্যা পরীমনি। ঢালিউডের এই সময়ের আলোচিত নায়িকা তিনি। রোমান্টিক ঘরনার এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এতে আরো অভিনয় করছেন- সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইমন খান ফিল্মস। বিশ্ব ভালোবাসা দিবসে কলেজ মাতিয়েছেন। ‘প্রেম থেরাপি দেরে আমায় প্রেম থেরাপি দে’ শিরোনামের একটি গানে নেচে কলেজ মাতান তিনি। এ সময় তার সহপাঠিরাও তার সঙ্গে নেচেছেন। তবে এটি বাস্তবে নয়, শাহ আলম মন্ডলের নির্মিতব্য ‘আপন মানুষ’ সিনেমার একটি গানের দৃশ্যের প্রয়োজনে তাকে নাচতে হয়েছে।

আগামীকাল ২৮ এপ্রিল ‘আপন মানুষ’ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে এ গানটি আজ বুধবার (২৬ এপ্রিল) ইউটিউবে প্রকাশ করা হয়। এ গানে কণ্ঠ দিয়েছেন রুমা। গানটির সুর করছেন ইমন সাহা। গানটির গীতিকার মুন্সী ওয়াদুদ। এর কোরিওগ্রাফি করেছেন হাবিব। রাজধানীর কচি-কাচার মেলায় গানটির দৃশ্যায়ন করা হয়। ইমন খান ফিল্মস পরিবেশিত, আলমগীর হোসেন প্রযোজিত এ সিনেমাটি গত ২১ এপ্রিল শুক্রবার একটি হলে মুক্তি দেয়া হয়েছে।

শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ শিরোনামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন গ্ল্যামারকন্যা পরীমনি। এরপর অল্প সময়ে সর্বাধিক সংখ্যক সিনেমায় অভিনয় করেন তিনি। এদিকে পরীমনি অভিনীত ‘অন্তর জ্বালা’, ‘স্বপ্নজাল’, ‘আমার প্রেম আমার প্রিয়া’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, ‘নদীর বুকে চাঁদ’সহ প্রায় একডজন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরী।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ