,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

ফাতিমার লুক টেস্টের ছবি ফাঁস?

লাইক এবং শেয়ার করুন

প্রথম নজর কেড়েছেন আমির খানের ‘দঙ্গল’-এ। গীতা ফোগত, অর্থাৎ ফাতিমা সানা শেখ। যদিও ‘চাচি ৪২০’-এ শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় করেছিলেন তিনি। শোনা যাচ্ছে, আমিরের পরের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এও দেখা যাবে তাকে। সম্প্রতি ওই ছবিতেই ফাতিমার লুক ফাঁস হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, এর আগে ‘থাগস অব হিন্দুস্তান’-এর প্রধান চরিত্রের জন্য আমির খানের বিপরীতে আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফকে কাস্ট করার কথা ভাবা হয়েছিল। নাম শোনা গিয়েছিল সাইফ আলি খানের কন্যা সারা আলি খানেরও। কিন্তু ফতিমার এই ছবি প্রকাশ্যে আসতেই হিসেবটা বদলে গেছে বলে মনে করছেন বলিমহলের একটা বড় অংশ।

জানা গেছে, ফতিমা লুক টেস্ট দিতে গিয়েছিলেন। আর সেখান থেকেই কোনো ভাবে ফাঁস হয়েছে এই ছবি। তবে আদৌ ফাতিমাকেই এই ছবির মূল চরিত্রের জন্য কাস্ট করা হলো কি না তা নিয়ে এখনও মুখ খোলেননি ‘থাগস অব হিন্দুস্তান’ টিমের কেউই। দেখা শেষ পর্যন্ত কি হয়!


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ