,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

নতুন রুপে শ্রীদেবী, আসছেন ‘মম’ হয়ে: টিজার প্রকাশ (ভিডিও)

লাইক এবং শেয়ার করুন

অভিনয় জীবনের দীর্ঘ বিরতির পর ২০১২ তে ফিরেছিলেন সিনে ওয়ার্ল্ডে। সিনেমার নাম ছিল ‘ ইংলিশ ভিংলিশ’, দারুণ অভিনয় দিয়ে ব্যাপক প্রসংশা কুড়ান অভিনেত্রী শ্রীদেবী। বিরতির পর আবারো আসছেন তিনি। নতুন সিনেমার নাম ‘মম’। যেখানে এ যেন এক অন্য মা। সদ্য মুক্তি পেয়েছে শ্রীদেবীর আসন্ন ছবি ‘মম’-এর টিজার। ১ মিনিট ৬ সেকেন্ডের টিজারে অভিনেত্রীকে দেখে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করছেন, নতুন ভাবে নিজেকে তুলে ধরেছেন তিনি।

যা বক্স অফিসেও ধামাকা দেবে বলে মত তাঁদের। বনি কাপূরের প্রযোজনায় রবি উদয়ারারের পরিচালনায় ক্রাইম থ্রিলার ‘মম’ তাঁকে ফের সেই সুযোগ দিয়েছে। পূর্ণ মাত্রায় তার মর্যাদা দিয়েছেন শ্রীদেবী। এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন শ্রীদেবী। পাশাপাশি নওয়াজউদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না, অভিমন্যু সিংহের অভিনয় সমৃদ্ধ করেছে ছবিটিকে। রয়েছেন পাকস্তানি শিল্পী আদনান সিদ্দিকি। এ ছবিতে মায়ের এক অন্য রূপ তুলে ধরেছেন শ্রীদেবী।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ