,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আমার মনে হয় একটু বেশি কিছুই করে ফেলেছি : সানি

লাইক এবং শেয়ার করুন

সানি লিওন, সাবেক পর্নো তারকা। বর্তমান ভারতের এক জনপ্রিয় নাম। প্রাক্তন পর্নশ্রী দিনে দিনে ভারতীয় জন-জীবনের ‘অবিচ্ছেদ্য অঙ্গ’ হয়ে উঠছেন। সিনেমা থেকে মিউজিক ভিডিও, রাস্তার দেওয়াল থেকে টেলিভিশনের পর্দা, খবরের কাগজ থেকে বাস-ট্রাম-ট্রেন, বিজ্ঞাপনে সানি লিওন কোথাও না কোথাও নিজের পার্মানেন্ট জায়গা করেই নিয়েছেন। দেখতে না চাইলে নিজের চোখ বন্ধ করে রাখা ছাড়া উপায় নেই। নিষিদ্ধতার বেড়াজাল পেরিয়ে সানি যেন দিনে দিনে সার্বজনীন হয়ে উঠছেন। ভারতীয়দের চোখের বালিও হয়েছেন একাধিকবার। অবশ্য আপন কৌশলে সেসব সামাল দিতে ব্যর্থ হননি সানি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন আবারো। কারণ ছবি পোস্ট করার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠে।  সম্প্রতি সানি তার টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, বাথটাব ভর্তি সাবানের ফেনা। এর মধ্যে শুয়ে আছেন সানি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার মনে হয় একটু বেশি কিছুই করে ফেলেছি।’

সম্প্রতি কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে স্বামী ড্যানিয়েলের সঙ্গে মেক্সিকো ঘুরতে গিয়েছিলেন তিনি৷ তবে ছুটির দিনেও নিজের ভক্তদের ভোলেননি সাবেক এ পর্ন তারকা৷ আনন্দের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন৷ সমুদ্রসৈকতের বালির উপর দিয়ে ধীরে ধীরে হাঁটতে তার দারুণ লাগে৷ ঘোরার পালা শেষ৷ তবে মেক্সিকোকে বিদায় জানানোর আগে আরো একবার অনুগামীদের মন ভরিয়ে দিলেন বলিউড অভিনেত্রী৷ কীভাবে? সুইমস্যুটে স্বামীর সঙ্গে ধরা দিলেন সিজলিং সানি৷
 
সৈকতের চোখজুড়ানো দৃশ্যের সঙ্গে সানির উপস্থিতি পরিবেশকে যেন আরও উষ্ণ করে তুলেছিল৷ কখনও ড্যানিয়েলের কোলে উঠে পড়লেন তো কখনও সমুদ্রে পা ডুবিয়ে বসে রইলেন৷ তার পোস্ট করা ছবিগুলো এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এ নিয়ে সর্বত্র চলছে নানা আলোচনা। চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমার মধ্যে ছিল শাহরুখ খান অভিনীত রইস। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি। এ সিনেমায় ‘লায়লা ম্যায় লায়লা’ শিরোনামের আইটেম গানে নেচেছেন সানি লিওন। ইউটিউবে গানটি মুক্তির আগে থেকেই আলোচনায় ছিলেন সানি লিওন।

লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ