,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

কমান্ডোর প্রতিপক্ষ কমান্ডো টু

লাইক এবং শেয়ার করুন

বেশির ভাগ সময়ই ভিলেন হিসেবে দেখা যায় সুঠাম দেহি আর সুদর্শন বিদ্যুত জামালকে। কিন্তু ২০১৩ সালে প্রথমবার তাকে দেখা গেল হিরো হিসেবে। জন আব্রাহামের বিপরীতে ‘ফোর্স’, বিজয়ের বিপরীতে ‘টুপাক্কি’ এবং সাইফ আলীর বিপরীতে ‘বুলেট রাজা’য় দুর্ধর্ষ ভিলেনের অভিনয় করে মাতিয়েছেন বিদ্যুৎ জামাল। কিন্তু দিলীপ ঘোষ নামের ভারতীয় পরিচালক তাকে আবিষ্কার করলেন ভিন্নভাবে।
 
১৯৮০ সালের ১০ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন তিনি। শোনা যায় ৭৪ কেজি ওজনের এই অভিনেতা নাকি তার তিন বছর বয়স থেকেই নিজের শরীরের প্রতি সচেতন ছিলেন। তিনি একজন মার্শাল আর্ট মাস্টার। বিশ্বের ২৫টির ও বেশি দেশে ভ্রমণ করেছিলেন। সদ্য মুক্তি পাওয়া কমান্ডো সিনেমার সিক্যুয়াল ‘কমান্ডো টু’। বক্স অফিস সাফল্যে মূল সিনেমাকে হারিয়ে দিল সিক্যুয়ালটি। প্রথম দিনের আয়ে ‘কমান্ডো’ থেকে অনেকখানি এগিয়ে থাকল ‘কমান্ডো টু’।
মূল সিনেমাটি প্রথম দিন আয় করেছিল ৩.৬৯ কোটি। চার বছর পর সিক্যুয়াল ‘কমান্ডো টু’ প্রথম দিনে আয় করে ৫.১৪ কোটি রুপি। প্রথম দিনের আয়ে ছবিটি বেশ ভালো আয় করেছে বলে মত দিয়েছেন সিনেমা বিশেষজ্ঞরা। ‘কমান্ডো টু’ অ্যাকশন ঘরানার ছবি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যুৎ জামাল। আরও আছেন আধ শর্মা, সোহেল নায়ার, এশা গুপ্তা, আদিল হুসাইন প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন বিপুল অম্রুতলাল শাহ এবং পরিচালনা করেছেন দেবেন ভোজানি।

লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ