,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে কোমর দোলাবেন সানি!

লাইক এবং শেয়ার করুন

আগামী ১০ মে ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ভারতে আসছেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। এই কনসার্টে পারফর্ম করবেন বলিউডের নামি-দামি তারকারা। এরই মধ্যে আলিয়া ভাট, বরুন ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার নাম প্রায় চূড়ান্ত হয়েছে। শোনা যাচ্ছে, এ তালিকায় যোগ হচ্ছে বলিউড সেনসেশন সানি লিওনের নাম।

এ কনসার্ট আয়োজকের একজন ঘনিষ্ঠ সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘কয়েকজন তারকাদের মধ্যে সানি লিওন এ কনসার্টে পারফর্ম করার আগ্রহ প্রকাশ করেছেন। যেহেতু তিনি ভারত ও বাইরের দেশগুলোতে বেশ জনপ্রিয়, তাই এ কনসার্টে তার উপস্থিতি কোনো সারপ্রাইজ নয়। আর এ কনসার্টে বেশ কয়েকজন বড় বড় তারকার পারফর্ম করার কথা রয়েছে।’

জাস্টিন বিবারকে ভারতে নিয়ে আসছেন অর্জুন জেইন। এ প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা এরই মধ্যে বেশ কয়েকজন ভারতীয় তারকার কাছ থেকে পারফর্মের ব্যাপারে নিশ্চিত হয়েছি। অনুষ্ঠানে আমরা কিছু দেশিয় বিষয় রাখতে চাইছি। আলিয়া, বরুন ও সিদ্ধার্থকে মঞ্চে আনতে চাইছি, যেমনটা তাদের প্রথম সিনেমায় দেখা গিয়েছিল। তবে সবকিছুই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ