,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

শ্রুতি হাসান যখন সংগীতশিল্পী (ভিডিও)

লাইক এবং শেয়ার করুন

দক্ষিণের সুপারস্টার। বলিউডেও বাজিমাত করেছেন নজর কাড়া অভিনয় আর আবেদন দিয়ে। তবে অভিনয়ের বাইরে একজন সংগীতশিল্পী হিসেবেও তার যথেষ্ট পরিচিতি আছে। বলছি লাস্যমায়ী-মোহনীয় হাসির শ্রুতি হাসানের কথা। হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। ২৮ জানুয়ারি ১৯৮৬ সালে ভারতের চেন্নাইতে কমল হাসান এবং সারিকা ঠাকুরের পরিবারে জন্মগ্রহণ করেন শ্রুতি হাসান। তার ছোট বোন আক্সারা বলরুম নৃত্যের ভারতের জাতীয় প্রতিনিধিত্ব করে। শ্রুতি চেন্নাইয়ের অ্যাবাকাস মন্টেসরী বিদ্যালয়ে এবং মুম্বাইয়ে চলে আসে সেন্ট অ্যান্ড্রু’স কলেজে মনোবিজ্ঞানে পড়াশোনার জন্য।

চেন্নাইয়ে ফেরার পূর্বে শ্রুতি তার নিজের চলচ্চিত্রে অভিনয় এবং গানের উপর গুরুত্বারোপ করেন এজন্য তিনি যুক্তরাষ্ট্রে যান ক্যালিফোর্নিয়ার মিউজিশিয়ান ইনিস্টিটিউটে গানের উপর পড়াশোনার জন্য। ২০০৯ সালে অ্যাকশনধর্মী সিনেমা “লাক” (২০০৯) সিনেমায় প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে অভিষেকের পূর্বে শিশু শিল্পী হিসেবে তিনি সিনেমার গান গাইতেন এবং অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতেন। পরবর্তীতে তিনি ওয়াট ডিজনী চলচ্চিত্রে অভিনীত “আনাগঙ্গা ও ধীরুদু”, “ওহ্ মাই ফ্রেন্ড” এবং “৭ আম আরিভু” সিনেমায় অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেন।
Image result for singer shruti hassan
অভিনয় গুণের পাশাপাশি রূপের মুগ্ধতাও কম ছড়াননি তিনি। তাই শরীরের প্রতি একটু বেশি যত্নবান এই অভিনেত্রী। শরীর ফিট রাখার জন্য কিছুদিন ধরে ভেজিটেরিয়ান হয়েছেন শ্রুতি। সম্প্রতি শ্রুতি টুইট বার্তায় এ তথ্য জানান। টুইটে শ্রুতি লিখেন, আমি গত চার মাস ধরে ভেজিটেরিয়ান এবং দুগ্ধ জাতীয় খাবার খাচ্ছি না। এই সিদ্ধান্তটি আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত। শ্রুতি শুধু নিজে ভেজিটেরিয়ান হয়েছেন তাই নয় বরং কাছের ও প্রিয় মানুষদেরকেও ভেজিটেরিয়ান লাইফ গ্রহণের পরামর্শ দিয়েছেন। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন শ্রুতি হাসান।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ