,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

দিনে ১২০ ফুট স্কুভা ডাইভিং করেন পরিণীতি!

লাইক এবং শেয়ার করুন

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপরা সাগরে ১২০ ফুট পর্যন্ত স্কুভা ডাইভিং করতে পারেন। তবে সেটি শুধু দিনের বেলায়। রাতের বেলায় স্কুবা ডাইভিংয়ের সনদ পাওয়ার জন্য এখন তিনি উচ্চতর পর্যায়ের একটি কোর্স শুরু করছেন বলে জানা গেছে। সম্প্রতি স্কুবা ডাইভিং শিখলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। এমনকি তিনি এখন একজন সনদপ্রাপ্ত স্কুবা ডাইভার। একবার ইন্দোনেশিয়ার বালিতে স্কুবা ডাইভিং করতে গিয়েই এর মজা পেয়ে যান পরিণীতি।
এরপর থেকে আনিশ আদিনওয়ালার কাছে স্কুবা ডাইভিংয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন। আনিশ ১৫ বছর ধরে এই কাজের সঙ্গে আছেন। বলিউড সিনেমার পানির নিচের অনেক দৃশ্যে এই ব্যক্তির কৃতিত্ব আছে। অভিনেত্রী শ্রদ্ধা কাপুরেরও স্কুবা ডাইভিংয়ে দারুণ ঝোঁক। তিনি তো এই কাজে এতটাই দক্ষ যে বাগি সিনেমার শুটিংয়ের সময় সহশিল্পী টাইগার শ্রফকেও এর প্রশিক্ষণ দিয়েছিলেন। পরিণীতি চোপড়াকে সামনে দেখা যাবে রোহিত শেঠির ছবি ‘গোলমাল’ সিরিজের চতুর্থ কিস্তি গোলমাল অ্যাগেইন-এ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ