,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

১৪ বছর বয়সে ধর্ষণের শিকার হই : অ্যাশলে জাড

লাইক এবং শেয়ার করুন

সম্প্রতি ‘ওয়ার্ল্ড কংগ্রেস অ্যাগেইস্ট সেক্সুয়াল এক্সপ্লোইটেশন অব উইমেন অ্যান্ড গার্লস’ পদক্ষেপের অংশ হিসেবে ভারতে এসেছেন ডাইভার্জেন্ট খ্যাত হলিউড অভিনেত্রী অ্যাশলে জাড। গত এক সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন ৪৮ বছর বয়সি জাড। এক সংবাদ সম্মেলনে লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে এ অভিনেত্রী জানান, তিনিও যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

এ প্রসঙ্গে অ্যাশলে জাড বলেন, ‘আমার বয়স যখন ৭ তখন যৌন নিগ্রহের শিকার হয়েছিলাম। ১৪ বছর বয়সে ধর্ষণের শিকার হই, এরপর ১৯৯৮ সালে আবারো ধর্ষণের শিকার হই। অবাক করা বিষয় হলো আমি পাচার হয়ে যাইনি।’ হলিউডে লিঙ্গ বৈষম্য নিয়েও কথা বলেন জাড। তিনি বলেন, ‘লিঙ্গ বৈষম্যের কারণে পারিশ্রমিক নিয়ে হলিউডে বড় ধরনের তারতম্য রয়েছে। আমি এ যাবৎ যা আয় করতে পারতাম তার ৪০ শতাংশ কম পেয়েছি।’


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ