,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

এ বছরের আয়ের শীর্ষে স্কারলেট!

লাইক এবং শেয়ার করুন

শীর্ষ আয়ের তালিকার শীর্ষে নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। অভিনয়শিল্পীদের সম্মিলিত আয়ের নিরিখে করা এ তালিকা প্রথমেই উঠে এসেছে এ অভিনেত্রীর নাম। ফোর্বস ম্যাগাজিনের জরিপে ২০১৬ এ তালিকা দিয়া হয়েছে। ২০১৬ সালটা বেশ সৌভাগ্যজনকই বলতে হবে স্কারলেট এর জন্য। ‘ব্ল্যাক উইডো’ ও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এর সৌজন্যে এবারে ক্যারিয়ারে তুঙ্গে ছিলেন এ তারকা। তাই ১২০ কোটি মার্কিন ডলার ঘরে তুলে এ বছরের শীর্ষ আয়ের তারকা নির্বাচিত হয়েছেন তিনি!

‘ক্যাপ্টেন আমেরেকিা’ খ্যাত দুই অভিনেতা ক্রিস ইভান্স ও রবার্ট ডাউনি যৌথভাবে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তাদের আয়ের পরিমাণ ১১৫ কোটি মার্কিন ডলার। তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছেন ‘সুইসাইড স্কোয়াড’ খ্যাত অভিনেত্রী মার্গাউ রবি ও জনপ্রিয় অভিনেত্রী অ্যামি অ্যাডাম্স।

তালিকায় ছয় নম্বরে আছেন বেন অ্যাফ্লেক, সাত নম্বরে হেনরি ক্যাবল, আট নম্বরে রায়ান রোনাল্ডস, নয় নম্বরে ফেলিসিটি জোনস ও দশম স্থানে আছেন উইল স্মিথ। ছবির টিকিট বিক্রি ও বক্সঅফিস সাফল্য বিবেচনায় রেখে এ তালিকা তৈরি করেছে ফোর্বস কর্তৃপক্ষ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ