,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আলোচনায় শাহরুখ-সানির টুইট

লাইক এবং শেয়ার করুন

শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রইস’। সম্প্রতি প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেইলার। ট্রেইলারে একঝলক সানি ‍লিওনকেও দেখা যায়। ট্রেইলার প্রকাশের পর অনেকটা আবেগ আপ্লুত হয়ে সানি লিওন তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করেন। এ টুইট বার্তাটি শাহরুখ খানকেও ট্যাগ করেন এই অভিনেত্রী। টুইটে সানি লিওন লিখেন, ‘এমন কিছু মানুষ আছেন যারা হাসি-মজার মধ্যে আপনার জীবন বদলে দিতে পারেন। শাহরুখ খান তেমনই একজন।’

শুধু শাহরুখের প্রশংসা করেননি সানি। পরিচালক রাহুলকেও ধন্যবাদ জানান এই অভিনেত্রী। এ দিকে সানির এ টুইট বার্তার উত্তরে শাহরুখ খানও একটি টুইট করেন। শাহরুখ লিখেন, ‘আপনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন সুন্দরীর জুড়িমেলা ভার! আপনাকেও অজস্র ধন্যবাদ জানাই, ‘রইস’ সিনেমায় এতটা চমক দেয়ার জন্য। হাসি-খুশি থাকবেন।’ এরপর শাহরুখ-সানির টুইট বার্তা আলোচনায় চলে আসে। এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠেছে এ জুটির টু্ইট বার্তা। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘রইস’ সিনেমাটি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ