,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

প্রিয়াঙ্কায় ‘বেওয়াচ’ সরগরম (ভিডিও)

লাইক এবং শেয়ার করুন

প্রিয়াঙ্কা চোপড়া, কোয়ান্টিকের পর বেওয়াচ!‌ উত্তাপ বাড়িয়েই চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গতকালই প্রকাশ পেয়েছে ‘‌বেওয়াচ’ ছবির ট্রেলার। সেখানে এক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে। তাতে কী, জাত চিনিয়েছেন সেই মুহূর্তেই। সোস্যাল মিডিয়ার আপাতত ট্রেন্ডি পিগি চপস। ৯০ দশকের জনপ্রিয় হলিউড টিভি সিরিজ কে সামনে রেখে তৈরী হয়েছে চলচ্চিত্র। সেবারে যাবতীয় আগুন জ্বালিয়েছিলেন পামেলা এন্ডারসন, আর এবার প্রিয়াঙ্কা।

যখন থেকে ছবির শুটিং শুরু হয়েছে, তখন থেকেই ছবি নিয়ে উচ্ছ্বাস গোপন করেন নি প্রিয়াঙ্কা। তার ইনস্টাগ্রাম ও টুইটার অ্যকাউন্ট ভরে গেছে সৈকতে চলা শুটিংয়ের নানা ছবিতে। সেই ছবি ট্রেলার মুক্তিতেই যেন নতুন করে আলোচনায় উঠে এলেন তিনি। শেঠ গর্ডন পরিচালিত বে-‌ওয়াচে প্রিয়াঙ্কাকে দেখা যাবে খলনায়িকার চরিত্রে। ২০১৭ সালের মে মাসে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ছবিতে প্রিয়াঙ্কার কাজ নিয়ে জনসন ‌টুইটে বলেছেন, ভিলেনের চরিত্রে ভাল মানিয়েছে। মন দিয়ে কাজ করেছে।‌‌


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ