,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সেন্সর ছাড়পত্র পেয়েছে হ্যাপির ‘আসল মানুষ’

লাইক এবং শেয়ার করুন

নাজনীন আক্তার হ্যাপির অভিনীত ‘আসল মানুষ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। পরিচালক বদরুল আমিনের এ ছবির আগের নাম ছিল ‘রিয়েল ম্যান’। হ্যাপির বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন নবাগত নায়ক কঙ্কন। ২০১৭ সালের প্রথমদিকে ‘আসল মানুষ’ মুক্তি পাবে। এ ছবিতে হ্যাপিকে দেখা যাবে বাবা-মা হারানো এক তরুণীর চরিত্রে। মেয়েটি ছোটবেলা থেকে মামার আদর-স্নেহে বড় হয়। এক সময় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেম হয়। এরপর ঘটে নানা ঘটনা।

হ্যাপি ও কঙ্কন ছাড়া আরও অভিনয় করছেন আলীরাজ, সুচরিতা, রেহানা জলি, অমিত হাসান, সাংকু পাঞ্জা, তনু পান্ডে, সোনিয়া সাবা, ইলিয়াস কুবরা, জয় ও রানু। সিনেমাটিতে গান রয়েছে পাঁচটি। সুদীপ কুমার দীপ ও শামীম মাহমুদের কথায় কণ্ঠ দিয়েছেন কথা, কিশোর, পুলক, ঝিলিক, মুন, সিথি ও আহমেদ হুমায়ূন। সব গানের সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ।

ছবিটির শুটিং শুরু হয় ২০১৪ সালে। মাঝে ক্রিকেটার রুবেলের সঙ্গে মামলার জটিলতায় শুটিং থেকে দূরে ছিলেন হ্যাপি। ২০১৫ সালে সিনেমার বাকি অংশ শেষ করেন। এরপর একটি মিউজিক ভিডিও ও ‘ধূমকেতু’র আইটেম গানে নাচার পর মিডিয়াকে বিদায় জানান তিনি। মিডিয়া ছেড়ে দিয়ে তিনি একটি মাদ্রাসার শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। কিছু দিন আগে মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে তার বিয়ের খবরও প্রকাশিত হয়েছিল। সে খবরটি অস্বীকার করেছেন নাজনীন আক্তার হ্যাপি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ