,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

৪১ বছর বয়সেও আইটেমকন্যা আমিশা

লাইক এবং শেয়ার করুন

ভারতীয় অভিনেত্রী আমিশা প্যাটেল। বাণিজ্যিক ধারার সিনেমায় খুব একটা সাফল্য পাননি তিনি। ইদানিং পর্দায় তাকে খুব বেশি দেখাও যায় না।  ২০১৩ সালে শর্টকাটরোমিও শিরোনামের একটি সিনেমায় শেষবার দেখা গিয়েছিল আমিশাকে।  তারপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। সম্প্রতি একটি তামিল ভাষার সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। তবে সিনেমাটির আইটেম গানে কোমর দোলাবেন ৪১ বছর বয়সি এই অভিনেত্রী। এতে আবেদনময়ীরূপে ক্যামেরাবন্দি হবেন বলেও জানা গেছে।

আমিশাকে চলচ্চিত্রে দেখা না গেলেও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে  নানারকম কাণ্ড ঘটাতে দেখা যায় তাকে। কখনো নিজের স্নানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কখনো বা কোনো  অভিনেত্রীকে নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন তিনি। এসবই নাকি আলোচনায় থাকার জন্য করেন এই অভিনেত্রী। ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা অন্তত এমনটাই ভাবছেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ