,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

হেরে গেলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ

লাইক এবং শেয়ার করুন

আমেরিকা মিউজিক (অ্যামি) অ্যাওয়ার্ড ২০১৬ আসরে ‘বর্ষসেরা শিল্পী’ খেতাব প্রতিযোগিতায় আরিয়ান গ্রান্ডের কাছে হেরে গেলেন তিনি। কিন্তু ভক্ত-দর্শকদের ভালোবাসায় ঠিকই কাউকে ভাগ বসাতে দেননি এই পপস্টার। আমেরিকা মিউজিক অ্যাওয়ার্ডে ‘প্রিয় গায়িকা’ ক্যাটাগরিতে জনপ্রিয় শিল্পীর পুরস্কার উঠেছে তারই হাতে।

পুরস্কার হাতে নিয়ে ভক্তদের উদ্দেশ্যে হৃদয়ছোয়া বক্তৃতা দিয়েছেন সেলেনা, যার মুগ্ধতায় উপস্থিত সবার তাক লেগে যায়। তবে অ্যাওয়ার্ডে দেয়া বক্তৃতার আগে অনেকটাই ভেঙে পড়েছিলেন এই গায়িকা। সেলেনা বলেন, অনেকেই আমার জীবন সম্পর্কে অনেক কিছু জানে। সেটা আমার পছন্দ হোক আর নাই হোক। আমি থামতে চেয়েছিলাম। কারণ ভেতর থেকে আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি আমার জীবনকে ইনস্টাগ্রামে দেখতে চাই না। আমি এটাকে সেখানেই দেখতে চাই যেখানে এটা আছে।

তিনি বলেন, ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি যদিও জানি না এটা পাওয়ার কতটুকু যোগ্য আমি। আপনাদের যদি কখনো এমন মনে হয় যে, ভেতর থেকে ভেঙে পড়েছেন তাহলে নিজের প্রতি ততক্ষণাৎ যত্নশীল হন। উল্লেখ্য, এবারের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে অ্যাডেল, বিয়ন্সে, সেলেনা গোমেজ, রিয়ান্না ও জাস্টিন বিবারকে হটিয়ে বর্ষসেরা শিল্পীর পুরস্কার পেলেন মার্কিন গায়িকা আরিয়ানা গ্র্যান্ড।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ