,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

একক অ্যালবাম নিয়ে নতুন বছরে বর্ষার আগমন

লাইক এবং শেয়ার করুন

শীতের আগমন তাই ভালোবাসার উষ্ণতা নিয়ে আসছেন বর্ষা মাহমুদের একক মিউজিক ভিডিও অ্যালবাম। এই অ্যালবামে থাকছে মোট ৬ টি গান। সবগুলো গানের সুর ও সঙ্গীত করেছেন ইশরাক হোসেন। আর গান গুলো লিখেছেন খ্যাতিমান সাংবাদিক অনুরূপ আইচসহ একাধিক গীতিকার। এর মধ্যে গত রমজানের ঈদে অনুরুপ আইচের গানের শিরোনামের একটি মিক্স অ্যালিবামে বর্ষার প্রথম গান ‘প্রেমের খেয়া’ জি সিরিজ থেকে রিলেজ হয়। ‘প্রেমের খেয়া’ গানের মিউজিক ভিডিওটি সঙ্গীত প্রেমীদের মধ্যে ব্যপক সাড়া ফেলেছে।

বর্ষা নববার্তা ডটকমকে জানান, শ্রতাদের বিশ্বাস, ভালোবাসা ও অনুপ্রেরোণায় আমি মুগ্ধ। তাই চেষ্টা করছি আমার প্রিয় শ্রোতাদের ভালো ও সুন্দর কিছু গান উপহার দিতে। ইতোমধ্যে অ্যালবামের ৬টি গানের মধ্যে চারটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। আরো দুটি গানের মিজিক ভিডিওর কাজ চলছে। আশা করি এ অ্যালবামের প্রত্যেকটি গান ও মিউজিক ভিডিও শ্রোতাদের ভালোলাগবে।

অণুরূপ আইচের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করে বর্ষ মাহমুদ জানান, তার হাত ধরে আমি প্রথম সঙ্গিত জগতে পা রেখেছি। আরো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইশরাক হোসেন, সাংবাদিক আশিক বন্ধু ও আপন আপুর প্রতি। তিনি আরো বলেন, সবার সহোযোগীতা ও ভালোবাসা পেলে আমি চেষ্টা করবো শ্রোতাদের আরো ভালো ভালো গান উপহার দিতে। তাই সকলের দোয়া চেয়েছেন নতুন এ শিল্পী বর্ষা মাহমুদ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ