,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

‘নবাব’, সিনেমার শুটিং-এ ঢাকায় আসবেন শুভশ্রী

লাইক এবং শেয়ার করুন

বাংলাদেশী সুপারস্টার হিরো শাকিব খান ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন যৌথ প্রযোজনার ছবি ‘ভ্যালেন্টাইন ডে’তে। এ খবর এখন পুরনো। নতুন খবর হলো, ‘ভ্যালেন্টাইন ডে’ ছবির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘নবাব’। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

ঢাকাই চলচিত্রের খ্যাত নায়ক শাকিব খানের বিপরীতে শুটিংয়ের জন্য আবারো কোলকাতার অভিনেত্রী শুভশ্রী ঢাকায়। তারা ১৬ নভেম্বর থেকে ‘নবাব’, সিনেমার শুটিং শুরু করবেন কক্সবাজারে। ১৫ তারিখের মধ্যেই শুভশ্রী ঢাকায় চলে আসবেন বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্নধার আব্দুল আজিজ। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। ছবির শুটিং কলকাতায় শুরু হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত শুরু হচ্ছে বাংলাদেশে।

এ বিষয়ে আব্দুল আজিজ জানান, শুটিংয়ে অংশ নিতে আগামী ১৫ তারিখ ঢাকায় আসছেন শুভশ্রী। রাতে রেস্ট নিয়ে সকালেই তিনি কক্সবাজার চলে যাবেন। ১৬ তারিখ থেকে কক্সবাজারে শুটিং শুরু হবে। বিকেল থেকে শুভশ্রী শুটিংয়ে অংশ নেবেন। টানা আট দিন শুটিং করার কথা রয়েছে। এখানে আমরা ছবির অ্যান্ড-ক্লাইমেক্স শেষ করব। চলতি মাসের শেষ দিতে কলকাতায় শুটিয়ের এর পর থাইল্যান্ড হবে। ৪৫ দিন শুটিং করার প্ল্যান রয়েছে জানান আব্দুল আজিজ।

‘নবাব’ ছবিটি পরিচালনা করছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ও কলকাতার জয়দেব মুখার্জি। ছবির চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে। ছবিতে আরো দেখা যাবে মেঘলা, অমিত হাসান, শিবাশানু, রেবেকা এবং কলকাতার রজতাভ দত্তকে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ