,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

প্রেমের বিষয়ে সতর্ক আনুশকা

লাইক এবং শেয়ার করুন

ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের খবর কে না জানে? অনেক মুখরোচক গল্পও রয়েছে এই জুটিকে নিয়ে। সর্বশেষ তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ পেয়েছে। আর এ বিষয়ে কথা বলতে গিয়েই আনুশকা জানালেন, তিনি নাকি প্রেমের বিষয়ে খুব সতর্ক।

নিজের অভিনীত রাবনে বানা দে জোড়ি সিনেমার প্রচারে গিয়ে এমন বাক্য ছাড়েন আনুশকা। জিও ম্যামি মুম্বই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের একটি সেশনে কথা প্রসঙ্গে আনুশকা বলেছেন, আমি কখনো এমন কোনো মানুষের প্রেমে পড়ব না, যে আমার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি বুঝতে পারি যে সে ইন্টারেস্টেড, তবেই আমি প্রেমে পড়ব। এটা আমার নিজের সেফটি। এমন পরিস্থিতিতে আমি গিয়ে বলতে পারব না আমি প্রেমে পড়েছি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ