,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

যৌনতায় গা ভাসালো বলিউড “‘ওয়াজা তুম হো’ ছবির ট্রেলার (ভিডিও দেখুন)

লাইক এবং শেয়ার করুন

আবারো যৌনতায় গা ভাসালো বলিউড। হেট স্টোরি টু, থ্রি-র বক্স অফিস সাফল্যের পর এবার পরিচালক বিশাল পান্ধের ইরোটিক থ্রিলার ভিত্তিক ছবি ‘ওয়াজা তুম হো’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির পোস্টার। নিজের ট্যুইটারে ছবির লুক শেয়ার করেছেন পরিচালক। আর শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলর। গোটা ট্রেলর জুড়েই রয়েছে এমন বেশ কিছু উত্তেজিত দৃশ্য।

পরিচালক বিশাল বলেন, এটাই বলিউডের সব চেয়ে ‘হট’ সিনেমা হতে চলেছে। ছবিতে দেখা যাবে— সানা খান, শারমান যোশি, গুরমিত চৌধুরী, রজনীশ চৌধুরী। যদিও ছবির গল্প নিয়ে বিশেষ কিছু জানাননি তিনি। গোটা ব্যাপারটাই এখনো ধোঁয়াশায়। তবে সমস্ত প্রশ্নের জট কাটিয়ে চলতি বছরের ২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। সানা এই সিনেমায় আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন। একাধিক নায়কের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সানাকে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ