AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আমি কোনো কিছুতে লজ্জা পাই না : রাধিকা

লাইক এবং শেয়ার করুন

পার্চড সিনেমায় রাধিকা আপ্তের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য ফাঁস হয়েছে এটা কোনো নতুন খবর নয়। কিন্তু ওই ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন করায় চরম ক্ষিপ্ত হয়েছেন ভারতের এই অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকরা তাকে ভিডিও নিয়ে প্রশ্ন করলে তেলে-বেগুনে জ্বলে ওঠেন রাধিকা। তিনি বলেন, ‘দুঃখিত, আপনি খুবই হাস্যকর প্রশ্ন করেছেন। আপনাদের মতো মানুষরাই বিতর্ক তৈরি করে। আপনারা ক্লিপ দেখেন এবং অন্যজনের সঙ্গে শেয়ার করেন, এভাবেই আপনারা বিতর্কের জন্ম দেন।’

তিনি নিজের ভিডিওটি নিয়ে সমর্থন করে বলেন, ‘আমি একজন শিল্পী। আমাকে যদি এরকম কাজ করতে হয় তবে করব। আপনারা যদি খোলস ভেঙে বাইরের সিনেমাগুলো দেখেন, তাহলে দেখবেন এ ধরনের দৃশ্য করে তারা সফল হচ্ছেন। সুতরাং আপনার এ ধরনের প্রশ্ন করা উচিৎ হয়নি।’   
 
ফোবিয়া সিনেমাখ্যাত এ অভিনেত্রী বলেন, ‘আমি কোনো কিছুতে লজ্জা পাই না। যারা নিজেদের শরীর নিয়ে লজ্জিত, তারা অন্যের শরীর নিয়ে কৌতূহলী। আপনাদের যদি আগামীতে কারো নগ্ন শরীর দেখতে ইচ্ছে হয়, তাহলে আমার ক্লিপ না দেখে নিজের নগ্ন দেহ দেখুন। তারপরই আমরা এ নিয়ে কথা বলব।’ গত ২৩ সেপ্টেম্বর মুক্তি পায় তার পার্চড সিনেমা। কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার আগেই একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ফাঁস হয় রাধিকা আপ্তের। যা পরে অনলাইনে ভাইরাল হয়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ