,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

বলিউডের বিতর্কিত সিনেমা ‘পার্চড’ নিষিদ্ধের দাবি

লাইক এবং শেয়ার করুন

বলিউডের বিতর্কিত সিনেমা পার্চড। কিছুদিন আগে এ সিনেমার নগ্ন দৃশ্য ফাঁস হওয়ায় সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। এবার প্রেক্ষাগৃহে যাতে সিনেমাটি প্রদর্শিত না হয় সে জন্য জোর দাবি জানিয়েছে ভারতের রাবাড়ি সম্প্রদায়ের একটি দল। শুধু তাই নয় নির্মাতা লীনা যাদবকে হত্যার হুমকিও দিচ্ছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে পরিচালক লীনা যাদব বলেন, ‘রাবাড়ি সম্প্রদায়ের দাবি- এই সিনেমায় অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জিকে যে পোশাকে দেখানো হয়েছে, রাবাড়ি সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে এর মিল রয়েছে। আর এই সিনেমার মাধ্যমে এই বিশেষ সম্প্রদায়ের মহিলাদের অপমান করা হয়েছে। এ জন্যই তারা সিনেমাটি নিষিদ্ধের দাবি জানাচ্ছেন।’

পরিচালক বিরক্ত প্রকাশ করে বলেন, ‘সিনেমায় যে পোশাক ব্যবহার করা হয়েছে তাতে গুজরাটি এবং রাজস্থানি ধাঁচের মিশ্রণ রয়েছে। পোশাকের উপর ভিত্তি করে কোনো সিনেমার বিরোধিতা করা সঠিক নয়। এই সিনেমা কোনো সম্প্রদায়ের মানুষকে অপমান করার জন্য নির্মাণ করা হয়নি। আর আগামীকাল যদি আমি থাইল্যান্ডের পোশাক পরি, তবে কী আমি থাইল্যান্ডের বাসিন্দা হয়ে যাব?’ এ দিকে পরিচালকের পরিবারকে মোবাইল ফোন ও হোয়াটস অ্যাপের মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছে এই সম্প্রদায়। পুরো ঘটনা জানিয়ে ইতোমধ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্মাতা।

এ সিনেমার কাহিনি গড়ে উঠেছে চার মহিলার ঝলসে যাওয়া জীবনের বাসনার কথা নিয়ে। ব্যক্তিগত জীবনে তাদের নিজস্ব সমস্যা, পুরুষদের অবহেলা আর অত্যাচার মাথায় নিয়েই তাদের দিন কাটাতে হয়। কিন্তু অনেক সুপ্ত বাসনা তাদের মনে। এই চার রমণী তাদের সুপ্ত ইচ্ছের কথা, স্বপ্নের পুরুষের কথা, যৌনতার কথা আলোচনা করে সিনেমার গল্পজুড়ে। তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে সিনেমাটিতে। এতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে, তন্নিষ্ঠা চ্যাটার্জি, আদিল হোসেন, অদিতি গুপ্তা ও সুরভিন চাওলাসহ অনেকে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ