,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

এবার অনলাইনে হৃতিক-পূজার চুম্বন দৃশ্য (ভিডিও দেখুন)

লাইক এবং শেয়ার করুন

সম্প্রতি প্রার্চদ সিনেমার অভিনেত্রী রাধিকা আপ্তের নগ্ন দৃশ্য ইন্টারনেটে ফাঁস হয়েছে। এতে অভিনেতা আদিল হোসেনের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে এ অভিনেত্রীকে। এবার ইউটিউবে ফাঁস হয়েছে মহেঞ্জোদারো সিনেমার অভিনেতা হৃতিক রোশান এবং অভিনেত্রী পূজা হেজের চুম্বন দৃশ্য।

গত ১২ আগস্ট সিনেমাটি মুক্তির এক দিন পরই তা অনলাইনে ছড়িয়ে পরে। প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, হৃতিক রোশান অন্যদের চোখ এড়িয়ে পূজা হেজের সঙ্গে তার ঘরে প্রবেশ করে। দুজনের কথোপকথনের এক পর্যায়ে অন্য একজন ঘরে প্রবেশ করলে হৃতিককে নিয়ে আড়ালে চলে যায় পূজা। সে জানায়- পোশাক পরিবর্তন করছে সে। এই দৃশ্যের এক পর্যায়ে গিয়ে পূজার ঠোঁটে চুমু খায় হৃতিক। পাশাপাশি সিনেমাটিতে কুমিরের সঙ্গে হৃতিকের লড়াইয়ের দৃশ্যও অনলাইনে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

এপিক অ্যাডভেঞ্চার-রোমান্স ঘরানার সিনেমাটির প্রেক্ষাপট ২৬০০ খ্রিস্টপূর্বে ইন্দো সভ্যতার। মহেঞ্জোদারো সিনেমাটি পরিচালনা করেছেন আশুতোষ গোয়াড়িকর। সিনেমাটির প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রয় কাপুর এবং সুনিতা এ গোয়াড়িকর।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ