,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিনেমার প্রচারে আঁচল উধাও !

লাইক এবং শেয়ার করুন

সিনেমা মুক্তির আগ থেকেই প্রচারে ব্যস্ত থাকেন নায়ক-নায়িকারা। সিনেমায় অভিনয় পর্যন্তই শেষ নয়। সিনেমাটি যেন দর্শক হলে গিয়ে দেখেন, তার জন্যও সব সময়েই চেষ্টা করেন শিল্পীরা। এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন নায়িকা আঁচল। সিনেমার প্রচারের বেলায় তিনি উধাও! নিজের পরিচিত নম্বরটিও বন্ধ রাখেন। কখনো খোলা পেলেও সেটিতে কথা বলেন উনার মা। মেয়ের ‘ব্যস্ততার’ কথা বলে পরিচালককে ফোন করতে বলেই ফোন রেখে দেন তিনি।
 
গত ঈদে মুক্তি পেয়েছে আঁচলের অভিনীত ছবি ‘মেন্টাল’। চলতি মাসের ৫ তারিখ মুক্তি পায় ‘আড়াল’। কোনো ছবির বিষয়েই আঁচলের সঙ্গে কথা বলা যায়নি। আগামী ঈদে মুক্তি পাচ্ছে তাঁর আরেক ছবি ‘সুলতানা বিবিয়ানা’। এ বিষয়ে ‘আড়াল’ ছবির পরিচালক শাহেদ চৌধুরী বলেন, আসলে প্রচারে অংশ নেওয়ার বিষয়টি শিল্পীর একান্ত ব্যক্তিগত। আমরা যখন ছবিতে কাজের বিষয়ে চুক্তি করি, তখন তো এ বিষয়ে কিছু লেখা থাকে না। এখন নিজের ছবির প্রচারে পত্রিকায় ইন্টারভিউ দেওয়া, টিভি অনুষ্ঠানে অংশ নেওয়া—এগুলো তো সব শিল্পী এমনিতেই করেন। আঁচল কেন করেন না, সেটি আমি বলতে পারব না। তবে পরিচালক হিসেবে আমি মনে করি, একজন শিল্পীর অবশ্যই ছবির প্রচারে অংশ নেওয়া উচিত।
‘সুলতানা বিবিয়ানা’ ছবির পরিচালক বলেন, এটা অন্যায়, কারণ একটি ছবি যখন মুক্তি পাবে, তখন পুরো টিম একসঙ্গে কাজ করা উচিত। অভিনয় করেই একজন শিল্পীর কাজ শেষ হতে পারে না। নিজের ছবি দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সব তারকাই মাঠে নামেন। এটা শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের সব জায়গাতেই প্রচারে শিল্পীরা অংশ নেন। আমি বিষয়টি নিয়ে আঁচলের সঙ্গে যোগাযোগ করব।

লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ