,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অপি করিম

লাইক এবং শেয়ার করুন

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অপি করিম। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন বলে খবর রটেছে নাটক পাড়ায়। অপির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত ৭ জুলাই ঈদের দিন নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছেন অপি। একটি সূত্র থেকে জানা গেছে, ঈদের দিন (৭ জুলাই) অপি করিমের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। তবে সেটি খুব গোপনে। যেখানে উপস্থিত ছিলেন নির্ঝরের বোন-দুলাভাইসহ কাছের দু-একজন। বিয়ের খবরটি নির্ঝরের কাছের বেশ কয়েকজন নিশ্চিত করেছেন।

তারা বলছেন, ৭ জুলাই দুপুরে নির্ঝর-অপি তাৎক্ষণিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেন এবং সেদিই এশার নামাজের পর ধানমন্ডির একটি মসজিদের অফিস কক্ষে কাজীর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উল্লেখ্য, নির্ঝর-অপি করিম দুজনের এটি তৃতীয় বিয়ে। দুজনই আজ (বৃহস্পতিবার) সকালে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানা গেছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ