,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

শেষ পর্যন্ত এই টেনিস সুন্দরীর প্রেমে পড়লেন শাহরুখ?

লাইক এবং শেয়ার করুন

শুধু অভিনয় করাই নয় তাঁর সঙ্গে অফস্ক্রিনে রোমান্স করতেও আগ্রহী অনেক অভিনেত্রী। অথচ জানেন কী এই অভিনেতা কার সঙ্গে রোমান্স করতে চান? তিনি এখন মজেছেন ভারতীয় এক টেনিস সুন্দরীতে। একটু ভেঙে বলাই ভালো। বলিউদ বাদশা শাহরুখ খান টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে রোমান্স করতে আগ্রহী। অন্তত তিনি নিজেই এমনটা জানিয়েছেন।সানিয়া মির্জার আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ। বইটি লিখেছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। এই বইতে সানিয়ার জীবনের সমস্ত অধ্যায় সম্পর্কেই তথ্য রয়েছে। বই প্রকাশ অনুষ্ঠানেই শাহরুখ জানান, সানিয়ার জীবন নিয়ে সত্যিই ছবি হওয়া উচিত্। সেই ছবিতে সানিয়া যদি তাঁকে তাঁর প্রেমিকের চরিত্রে অভিনয় করতে দেন, তাহলে তিনি ভীষণ খুশি হবেন। শাহরুখ জানিয়েছেন, ছবিটি অবশ্যই তাঁর প্রযোজনা সংস্থা প্রযোজনা করবে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ