,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

মুক্তির প্রথম সপ্তাহেই বাজিমাত করলো সালমান খানের ‘সুলতান’

লাইক এবং শেয়ার করুন

মুক্তির প্রথম সপ্তাহেই বাজিমাত করলো সালমান খান অভিনীত নতুন ছবি ‘সুলতান’। এক সপ্তাহেই বিশ্বব্যাপী আয় ৩০০ কোটি রুপি। ‘স্পোর্টস-ড্রামা’ ঘরানার এই সিনেমা দখল করে নিয়েছে মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কারী বলিউডি সিনেমার রেকর্ডটিও। ‘সুলতান’ এর প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য ইয়াশ রাজ ফিল্মস’ এর তথ্যমতে, ৬ জুলাই সিনেমাটি মুক্তির পর শুধু ভারত থেকে বক্স অফিসের সংগ্রহ আড়াইশ’ কোটি রুপির বেশি। আর ভারতের বাইরে থেকে এসেছে ৯২ কোটি রুপি।

সব মিলিয়ে আলি আব্বাস জাফারের এই ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৩৪৪ কোটি ৫ লাখ রুপি। মুক্তির প্রথম সপ্তাহে বলিউডের কোনো সিনেমার জন্য এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ আয়। সুলাতান আলি খান নামের ভারতীয় এক মল্লযোদ্ধার চরিত্রে অভিনয় করা সালমান খানের এই সিনেমা দাপটের সঙ্গে চলছে আরব আমিরাত, পাকিস্তান, বৃটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড-এর মতো দেশগুলোতে।

এছাড়াও বলিউডের কোন সিনেমার জন্য সর্বোচ্চ আগাম বুকিং, ঈদ মৌসুমে সর্বোচ্চ উদ্বোধনী, দ্রুততম ১৫০ কোটি ও ১৭৫ কোটি রুপি আয়, ‘ইয়াশ রাজ ফিল্ম’-এর  প্রযোজনার ইতিহাসে সর্বোচ্চ উদ্বোধনী এবং মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপি আয় করা প্রথম হিন্দি সিনেমা- এই সবকটি রেকর্ডই এখন ‘সুলতান’-এর দখলে।  

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, প্রতিটি নতুন সিনেমায় নিজেই নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন সালমান খান। আর সেইসঙ্গে দিনকে দিন বড় হচ্ছে তার ভক্ত-দর্শকের তালিকাটাও। সালমানের সিনেমা মুক্তি ঘিরে দর্শকের এই উন্মাদনার নাম হয়ে গেছে ‘সালম্যানিয়া’। সমালোচকরাও সানন্দে গ্রহণ করছে ‘সুলতান’কে।

–সংবাদমাধ্যম। 


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ