,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

‘কুকুর চাই, কোনও পুরুষ নয়’ : নার্গিস ফকরি

লাইক এবং শেয়ার করুন

আবারো সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিণীত হয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফকরির। এইবার তার সমালোচনার ঝড় কুকুরকে কেন্দ্র করে। এর আগে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জেরে শিরোনামে উঠেছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। নিজের টুইটারে নার্গিস লিখেন, আমি একটা কুকুর চাই, কোনও পুরুষ নয়। কারণ মালিককে দেখার সময় কুকুরের যে রিঅ্যাকশন হয়, আমারও ভালবাসার মানুষকে দেখলেও সেই অনুভূতিই হয়। তাই আমার একটা কুকুর চাই।

উদয় চোপড়ার সঙ্গে ব্রেক আপ হওয়ার পরে এমনই মন্তব্য করে বসেছেন বলিউড নায়িকা নার্গিস ফকরি। ঘটনা হল, উদয় চোপড়ার সঙ্গে আগে ডেটিং করতেন তিনি। দুজনের ছবিও দেখা গিয়েছিল। কিন্তু সম্পর্কে ইতি টানেন উদয়। এমনটাই শোনা যাচ্ছে বলিউডে। এই অবস্থার মধ্যে পুরুষের চেয়ে কুকুরের সঙ্গ তার বেশি পছন্দ বলে জানিয়ে ব্রেক আপ গুঞ্জন আরও উসকে দিলেন এ অভিনেত্রী।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ