,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

পরীমনির ‘রক্ত’ শিলিগুড়িতে

লাইক এবং শেয়ার করুন

বিনোদন ডেস্ক: ডেসশ কিছুদিন ধরে নতুন ছবির শুটিংয়ের কাজে কলকাতায় ছিলেন অভিনেত্রী পরীমনি। বর্তমানে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় ‘রক্ত’ ছবিতে অভিনয় করছেন তিনি। কলকাতার হাওড়া এলাকায় কাজ শেষ করে এ ছবির জন্য গতকাল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে পৌঁছেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এ ছবিতে পরীমনিকে অ্যাকশন লেডি হিসেবে খুঁজে পাবেন দর্শকরা। ছবির জন্য মার্শাল আর্টও শিখতে হয়েছে তাকে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন রোশান রিক্ত। ছবিটি নিয়ে পরীমনি মানবজমিনকে মুঠোফোনে বলেন, কলকাতার কাজ শেষে এখন শিলিগুড়িতে আমি।

এখানে আগে কখনও কাজ করতে আসা হয়নি। এখানকার পরিবেশটা খুব সুন্দর। ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করব। এটা ভেবেই ভালো লাগছে। টানা কয়েকদিন থাকতে হবে এখানে। কাজ শেষ করতে করতে ঈদ চলে আসবে। ‘রক্ত’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত হাসান, ভারতের অভিনেতা আশীষ বিদার্থী ও বিপ্লব চ্যাটার্জি প্রমুখ। উল্লেখ্য, পরীমনি অভিনীত বেশকিছু ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে রয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’, শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’, জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’ প্রভৃতি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ