,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

প্রথমবার একসঙ্গে গাইলেন বিশ্বজিৎ-বাপ্পা ও টুটুল

লাইক এবং শেয়ার করুন

কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার এবং এস আই টুটুল। সংগীতাঙ্গনের শীর্ষ এই তিন তারকা দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম এক হলেন। গাইলেন ঈদের বিশেষ অ্যালবাম ‘ভালোবাসার অনুমোদন’-এ। শহীদুল্লাহ ফরায়জীর কথা এবং সুমন কল্যানের সুর-সংগীতে এই তিন তারকার সঙ্গে অতিথি শিল্পী হিসেবে গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ঐশী এবং নদী। অ্যালবামটি আসছে রোজার ঈদে মুক্তি পাচ্ছে সিডি প্লাস এর ব্যানারে।

অ্যালবামটি প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘টুটুল-বাপ্পা দুজনেই আমার অসম্ভব পছন্দের শিল্পী। তাদের সঙ্গে এক অ্যালবামে গেয়েছি। আমার ভালো লেগেছে। আশা করছি শ্রোতারা আমাদের গানগুলো পছন্দ করবেন।’এদিকে অ্যালবামের সুরকার সুমান কল্যান বলেন, ‘তিন জন অসাধারণ শিল্পীকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা হলো এই অ্যালবামের মাধ্যমে। চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে কাজ করতে। হয়তো ভালো লাগবে সবার।’

এদিকে অ্যালবামের গীতিকার শহীদুল্লাহ ফরায়জী বলেন, ‘গান বাজারের সেই জৌলুস তো এখন আর নেই। আমিও তাই বহুদিন গান থেকে নিজেকে গুটিয়ে রেখেছি। তবে এখন মনে হচ্ছে গানে আবার সুবাতাস বইছে। আমিও লিখেছি প্রাণ খুলে। শিল্পীরাও গেয়েছেন অনবদ্য।’ অ্যালবামে স্থান পাওয়া গানগুলোর মধ্যে গ্রহণ, জীবনের কাছে, যদি ভালো না বাসতাম, অভিনন্দন, প্রেমে তোমার প্রভৃতি অন্যতম।

–সংবাদমাধ্যম


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ