AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

লোপেজ ও রোনাল্ডোর সঙ্গে প্রিয়াঙ্কা (ভিডিও)

লাইক এবং শেয়ার করুন

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে হলিউডের মুকুট মাথায় পরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর অস্কারের লালগালিচায় হেঁটেছেন তিনি। বর্তমানে ব্যস্ত আছেন ‘বেওয়াচ’ ছবির ক‍াজ নিয়ে। এতে তার সহশিল্পী ‘দ্য রক’খ্যাত তারকা ডোয়াইন জনসন। তবে এবার আরও একটি পালক যুক্ত হলো তার মুকুটে। সম্প্রতি ‘ডোন্ট ইউ নিড সামবাডি’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে মার্কিন গায়িকা জেনিফার লোপেজ ও ফুটবল খেলোয়‍ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে দেখা গেছে ‘ব‍াজিরাও মাস্তানি’খ্যাত এই ত‍ারকাকে।

গত শুক্রবার (৯ জুন) ইউটিউবে প্রকাশিত হয়েছে এটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন সেরায়াহ ও শেগি। এর সংগীত পরিচালনা করেছেন মরোক্ক ও সুইডিশ পরিচালক রেডওয়ান। ওই ভিডিওতে ৩৩ বছর বয়সী এই অভিনেত্রীর পাশাপাশি আরও রয়েছেন মডেল-অভিনেত্রী মিলা জোভোভিচ, আমেরিকান টেলিভিশন তারকা রায়ান সিয়েক্রেস্ট এবং গায়ক অ্যাকনসহ আর অনেক। মোট ৪৪ জনকে নিয়ে তৈরি করা হয়েছে মিউজিক ভিডিওটি।

বলিউডের এই অভিনেত্রী এখন ব্যস্ত ভোজপুরি ছবি ‘বাম বাম বোল রাহা হ্যঅয় কাশি’র কাজ নিয়ে। এটি পরিচালনা করেছেন সান্তোশ মিশ্র। এতে প্রিয়াঙ্কার সহশিল্পী হিসেবে রয়েছেন অর্মপালি ডুবে এবং দিনেশ লাল যাদব।

* ‘ডোন্ট ইউ নিড সামবাডি’ গানের ভিডিও :


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ