,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

আবার একসঙ্গে জুটি বাঁধলেন তৌকির-মৌসুমী

লাইক এবং শেয়ার করুন

আবারো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ এবং অভিনেত্রী মৌসুমী। ২০ বছর পর দর্শকনন্দিত এই দুই তারকাকে দেখা যাবে একটি নাটকে। নাম `মেঘ-বসন্ত`। এটি নির্মাণ করছেন সাজিন আহমেদ বাবু। সম্প্রতি কক্সবাজারে সাগর পাড়ে নাটকটির কয়েকটি দৃশ্যের চিত্রায়ন সম্পন্ন হয়েছে। কক্সবাজার থেকে ফিরে গতকাল (বৃহস্পতিবার) বাকি অংশের শুটিং শুরু হয় ঢাকার বিভিন্ন লোকেশনে।

এ প্রসঙ্গে মৌসুমী বলেন, আমি ভুরিভুরি নাটকে কাজ করি না। তবে গল্প-চরিত্র এবং সহশিল্পী পছন্দ হলে চেষ্টা করি সম্পৃক্ত থাকার জন্য। তাছাড়া ২০ বছর পর তৌকির ভাইয়ের সঙ্গে কাজ করছি। খুব ভালো লাগছে। আশা করি নাটকটি সকলের কাছে ভালো লাগবে। নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করছি। তাছাড়া তৌকির ভাই এবং মৌসুমী আপা দু`জনেই প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রী। আশা করছি নাটকে তাদের কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করবে।

জানা গেছে, আগামী ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে। উল্লেখ্য, ২০ বছর আগে তৌকির-মৌসুমী `আড়াল` শিরোনামের একটি নাটকে অভিনয় করেছিলেন।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ