,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

তৃতীয়বারের মত বিয়ে করলেন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া

লাইক এবং শেয়ার করুন

তৃতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসলেন ‘ডেসপারেট হাউজওয়াইভ’ খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক ইভা লঙ্গোরিয়া। সম্প্রতি মেক্সিকো শহর থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে একটি ল্যাকের ধারে বিয়ে করেন ইভা! বিশ্ব খ্যাত পিওপল ম্যাগাজিনের ভাষ্যমতে, মেক্সিকো শহর থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে ভেল্লে ডি ব্রাভোতে হোসে আন্তনিও বেস্টনকে রোমান্টিক পরিবেশে বিয়ে করেন ইভা লঙ্গোরিয়া। বিয়ের অনুষ্ঠানে এসময় অন্তত দু‘শো মানুষের মত উপস্থিত ছিল বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি।বিয়ের কনে হিসেবে এসময় ইভাকে স্লিভলেস সাদা গাউনে দেখা গেছে। পুরো বিয়ের অনুষ্ঠানটি ইভা ও হোসে আন্তনিও দেখশোন করেন।এসময় ইভাকে বেশ উচ্ছ্বসিত বলেই মনে হয়েছে। প্রসঙ্গত, হোসে আন্তনিওকে বিয়ে করার আগে আরো দুইবার বিয়ের পিঁড়িতে বসেন ইভা। প্রথমে ২০০২ সালে তিনি অভিনেতা টেইলর ক্রিস্টোফারকে বিয়ে করেছিলেন। দুই বছর সংসার করার পরেই তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০০৭ সালে ইভা বিয়ে করেন ফ্রান্সের জনপ্রিয় বাস্কেটবল খেলোয়ার টনি পার্কারকে। তার সঙ্গে চার বছর সংসার করার পরে ২০১১ সালে বিচ্ছেদ ঘটে তাদের।

 • সংবাদমাধ্যম

লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ