,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েত’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

লাইক এবং শেয়ার করুন

আ,হ জুবেদ, কুয়েত থেকেঃ গতকাল ১৭ই জুন ২০১৬ইং রোজ শুক্রবার কুয়েতের আব্বাসিয়া এলাকার ফজর আল জাদিদ স্কুলে কুয়েতের বৃহৎ স্পোর্টিং ক্লাব, সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সংগঠনের সভাপতি মনসুর আলী খাঁনের সভাপতিত্বে ও মিজানুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীরা, আবুল হাসেম এনাম, হাজি জুবায়ের আহমেদ,এম,ডি সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক সংগঠক মাহমুদ আলী হাজি, কবি আব্দুল মালিক,সামাজিক- রাজনৈতিক তরুণ সংগঠক এস,এম আহাদ, শাহ্‌ আব্দুল করিম স্মৃতি পরিষদের সভাপতি ওয়ালিদ মোহাম্মদ শেনু, সামাজিক- রাজনৈতিক সংগঠক ময়নুল আল-ইসলাম, সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুরাদ চৌধুরী,দৃষ্টি নন্দন সিলেটের সম্পাদক শেখ নিজামুর রহমান(টিপু), অগ্রদৃষ্টি অনলাইন পত্রিকার প্রধান সম্পাদক আ,হ জুবেদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলায়াত করেন মাওলানা আবু সাঈদ । শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ। আরো বক্তব্য রাখেন, মুজিবুর রহমান, আকবর আলী, এস,এম আহাদ, আ,হ জুবেদ, আবুল হাসেম এনাম, হাজি জুবায়ের আহমেদ প্রমুখ। বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন কারী আনোয়ার হোসেন। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রায় দেড় শতাধিক প্রবাসীদেরকে ইফতার করানো হয়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

আরও অন্যান্য সংবাদ