,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

নতুন আইনস্টাইন রুশ তরুণী সাবরিনা

লাইক এবং শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির (এমআইটি) ছাত্রী কিউবান বংশোদ্ভূত সাবরিনা পাস্তারস্কি। এমআইটিতে ভর্তি হন মাত্র ১৪ বছর বয়সে। এর ঠিক দুই বছর আগে, অর্থাৎ ১২ বছর বয়সেই নিজ হাতে তৈরি করেছিলেন উড়োজাহাজ। অবাক করার বিষয় হলো সেটি কোন খেলনা উড়োজাহাজ ছিল না। নিজের বানানো সেই প্লেনে একাই ঘুরে বেড়িয়েছিলেন তিনি।
 
ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ২৩ বছর বয়সী কিউবান বংশোদ্ভূত এই মার্কিন তরুণীর নাম-ডাক ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়। জীবনের শুরুর দিকে সাবরিনার এসব কর্মকাণ্ড থেকেই প্রমাণ মেলে তার অসাধারণ মেধাশক্তির। এখন তাকে বলা হচ্ছে ‘আগামীর আইনস্টাইন’। এর আগে, এমআইটি থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে স্নাতক ডিগ্রি শেষ করে ইতোমধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় নিজের পিএইডি গবেষণা শেষ করেছেন ২৩ বছরের এই তরুণী।

তার গবেষণার বিষয় ছিল, কোয়ান্টাম গ্র্যাভিটি, কৃষ্ণগহ্বর, স্পেস, টাইম। নিজের গবেষণার খুঁটিনাটি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করাও শুরু করেছেন এই ফিজিক্স-কন্যা। এর বদৌলতে বিজ্ঞানীমহলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। মেধাবী এই মেয়ে জানান, জীবনে একদিনও স্কুল কামাই করেননি।
সাবরিনার জন্ম যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১৯৯৩ সালে। স্ট্রিং থিওরি এবং হাই এনার্জি ফিজিক্সে আগ্রহ তার। ইতোমধ্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায়ও পেয়েছিলেন চাকরির প্রস্তাব। এসবে মুগ্ধ হয়েই আশেপাশের সবাই তাকে নব্য আইনস্টাইন বলতে শুরু করেছে।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ