,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

লাইভ শোতে দুর্ঘটনা : লজ্জায় মুখ ঢাকলেন টিভি অ্যাংকার (ভিডিও)

লাইক এবং শেয়ার করুন

তথ্যপ্রযুক্তির এই যুগে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন প্রোগ্রাম। তৈরি হচ্ছে সফটওয়ার। আর সেই সফটওয়ারের ব্যবহার দেখাতে গিয়ে লজ্জায় ভেঙে পড়তে হল যুক্তরাষ্ট্রের এক নারী টিভি অ্যাংকারকে । তার নাম কাসি অ্যাটিচসন। খবর হাফিংটন পোস্টের। সিয়াটলের কিউ ১৩ নিউজ চ্যানেলে সরাসরি অনুষ্ঠান হচ্ছে। এমন সময় সেখানে গুগলের নতুন প্রোগ্রাম সম্পর্কে আলোচনা চলছে। গুগলের ওই নতুন সফটওয়ারে ব্যক্তি পেনসিল কলম ছাড়াই যে কোনো বস্তুর ছবি আঁকতে পারে। 

নতুন এই টুলস সম্পর্কে ধারণা দিতে টিভি অ্যাংকার অ্যাটিচসনকে কামান আঁকতে বলেন তার সহকর্মী। অ্যাটিচসন কামানের বদলে একটি বড় পুরুষাঙ্গের ছবি একে থেমে যান। বিষয়টি বুঝতে পেরে লজ্জায় হাত দিয়ে মুখ ডাকেন তিনি। এরপর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে এ নিয়ে খুব মজা হয়। অনেকে মজা করে এই ছবি হল অব ফ্রেমে স্থান দিতে বলেন। পরে এক টুইটার বার্তায় অ্যাটিচসন বলেন তিনি নির্দোষ। এ ঘটনার তার কোনও হাত ছিল না। দেখুন অ্যাটিচসনের সেই ভিডিও যেখানে তাকে লজ্জায় ভেঙে পড়তে দেখা যায়।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ