,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

২ নেত্রীর নির্দেশ ছাড়া গাছের পাতাও নড়ে না: মান্না

লাইক এবং শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :  দেশের দুই নেত্রীর নির্দেশের বাইরে গাছের একটি পাতাও নড়ে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ আয়োজিত ‘কিশোরগঞ্জ জেলার হাওড় এলাকাসহ প্লাবিত সকল হাওড় অঞ্চলকে দূর্গত ঘোষণা’র দাবিতে নাগরিক মানববন্ধনে তিনি একথা বলেন।

মান্না বলেন, দুই নেত্রীর নেতাকর্মীরা জোরে কাশি দেন না, নেত্রী বিরক্ত বা তার ঘুম ভেঙে যেতে পারে এই ভয়ে। সম্প্রতি মেয়র বরখাস্ত প্রসঙ্গে তিনি বলেন, অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন- আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি জানেন না।

প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি ভারতে গেছেন। আমরা ভেবেছিলাম তিনি দেশের মানুষের জন্য পানি নিয়ে আসবেন। কিন্তু তিনি শূন্য হাতে ফিরে আসলেও হাওড় অঞ্চল পানিতে ভাসছে।

অবিলম্বে হাওড় অঞ্চলকে দুর্গত অঞ্চল ঘোষণার জোর দাবি জানিয়ে তিনি বলেন, নদী শাসন না থাকার কারণে আজকে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুনামগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোণা-হবিগঞ্জসহ যেসব হাওড় এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক দিশেহারা হয়ে পড়েছেন তাদের পাশে রাষ্ট্রের এখনই দাঁড়ানো উচিত। কৃষকদের কৃষি ঋণ মওকুফ করার জন্য তিনি কৃষি মন্ত্রণালয়সহ সরকারের প্রতি আহ্বান জানান।

সংগঠনের সভাপতি মো. ওমর ফারুক সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাসদের কেন্দ্রীয় নেতা কম. আবদুর রাজ্জাক, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ