,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

‘কী মানলো না মানলো, কার কী আসে যায়’ : প্রধানমন্ত্রী

লাইক এবং শেয়ার করুন

ভারতের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বিএনপির বিরোধিতার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে ভারতের সঙ্গে কোনো চুক্তি হবে না।’ বুধবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ হাউজিং সোসাইটির প্লট বিতরণ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘অনেকে অনেক কথা বলবে, নিজের বিবেক যদি ঠিক থাকে, দেশপ্রেম থাকে, আমার দেশের ক্ষতি অন্তত আমাদের দ্বারা হবে না।’

প্রধানমন্ত্রীর আসন্ন সফরে ভারতের সঙ্গে ৩৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এসব চুক্তির বিষয় জনগণের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছে বিএনপি। বিএনপির এই দাবির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন,‘দেশ বেচে দেবে…কী চুক্তি করবে…এই চুক্তি হলে মানব… ওই চুক্তি হলে মানব না…কে তারা? কী মানলো না মানলো, কার কী আসে যায়?’ ইন্দিরা-মুজিব চুক্তি নিয়ে তিনি বলেন, ‘এক সময় বিএনপি নেতারা এটাকে গোলামীর চুক্তি বলত। তারপর দেখা গেল, সেই চুক্তি বাস্তবায়ন করে বাংলাদেশ লাভবান। গোলামী না, বরং অনেক জমি অনেক কিছু বাঙালিরা পেয়েছে।’


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ