,

AD
নববার্তা.কম এর সংবাদ পড়তে লাইক দিন নববার্তা এর ফেসবুক ফান পেজে

সেরেনার গর্ভে অ্যালেক্সিসের সন্তান!

লাইক এবং শেয়ার করুন

বিশ্বের দ্বিতীয় সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস মা হতে যাচ্ছেন! এমন খবরে ইতোমধ্যে সর্বত্র আলোচনার ঝড় উঠেছে। ৩৫ বছর বয়সী সেরেনার সঙ্গে গত ডিসেম্বরে বাগদান হয়েছে রেডিটের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানের। অ্যালেক্সিসের সন্তান তার গর্ভে বড় হচ্ছে বলে  জানিয়েছেন বিশ্ব সেরা এ টেনিস তারকা।
বৃহস্পতিবার সেরেনা উইলিয়ামসের মুখপাত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে। সেরেনা উইলিয়ামসের মুখপাত্র সিএনএনকে বলেন,“অ্যালেক্সিস ওহানিয়োনের সন্তান সেরেনার গর্ভে রয়েছে, এটি নিশ্চিত হওয়ার পর থেকে সে অনেক বেশি খুশি ”। তার মুখপাত্র গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন যে, আসছে শরতেরই নতুন অতিথির আলোয় আলোকিত হবে উইলিয়ামসের  ঘর।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ন্যাপচ্যাটে সাঁতারের পোশাক পরা নিজের ছবি দিয়ে সেরেনা লিখেছেন ‘২০ সপ্তাহ’। ছবিতে স্পষ্ট বোঝা গেছে সন্তানের মা হতে চলেছেন সেরেনা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠে। পরে অবশ্য সেরেনা ছবিটি মুছে ফেলেছেন। যদি সত্যিই সেরেনা উইলিয়ামস ২০ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে থাকেন তার অর্থ হলো তিনি জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন গর্ভবতী অবস্থায়। অবশ্য উইলিয়ামস পরিবারের কেউ এ নিয়ে এখানো মুখ খোলেনি।


লাইক এবং শেয়ার করুন
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরও অন্যান্য সংবাদ